ঢাকা শুক্রবার , ৬ ডিসেম্বর , ২০২৪ ,  ৫ আষাঢ় ১৪২৯

ঢাকায় মেসিদের আর্জেন্টিনার ম্যাচ আয়োজনে দরকার ১০২ কোটি টাকা

বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ৯ জানুয়ারী , ২০২৩ , ০৯:২৯ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

ঢাকায় মেসিদের আর্জেন্টিনার ম্যাচ আয়োজনে দরকার ১০২ কোটি টাকা


২০১১ সালে বাংলাদেশে খেলে গেছে মেসিদের আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল মেসি-ডি মারিয়ারা।


একযুগ পর সেই আর্জেন্টিনাকে আবারও ঢাকায় এনে ফিফা ফ্রেন্ডলি ম্যাাচ আয়োজন করতে চায় বাফুফে।

এবারের বাফুফের উদ্যোগ আরো বেশি গুরুত্ব বহন করে।


কারণ, আর্জেন্টিনা ঢাকায় আসলে সেটা হবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রথম বাংলাদেশে আসা।২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে বাফুফের খরচ হয়েছিল সাড়ে ৩ মিলিয়ন ডলার।


এবার দেশটিকে আনতে দরকার হবে ৭ মিলিয়ন ডলারের মতো। আর প্রতিপক্ষ দল নিয়ে ম্যাচ আয়োজনে খরচ হতে পারে মোট ১০২ কোটি টাকা।


বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সোমবার বলেছেন, ‌'আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি।


চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়।


জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।’আর্জেন্টিনা বাংলাদেশে আসলে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ভাবেনি বাফুফে।


সালাউদ্দিন বলেন, ‘প্রতিপক্ষ কে হতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে।’


শফিকুজ্জামান খান মোস্তফা/এমবুইউ
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জিতলে সেঞ্চুরিটা স্পেশাল মনে হতো: সৌম্য
  • মাশরাফির ‘অপ্রতিরোধ্য’ সিলেটকে অবশেষে হারের স্বাদ দিলো কুমিল্লা
    মাশরাফির ‘অপ্রতিরোধ্য’ সিলেটকে অবশেষে হারের স্বাদ দিলো কুমিল্লা
  • মেসি-নেইমার ছিলেন, তবুও হারল পিএসজি
    মেসি-নেইমার ছিলেন, তবুও হারল পিএসজি
  • তিন কারণে বার্সার কাছে হেরেছে রিয়াল
    তিন কারণে বার্সার কাছে হেরেছে রিয়াল
Logo