ঢাকা বৃহস্পতিবার , ১ মে , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৭ আগস্ট , ২০২২ , ২৩:০৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি সফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি ও কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গনেশ পাল, সাবেক সভাপতি ও বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার প্রমুখ।
সঞ্চলনা করেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি  শামীম শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জরানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানান সরকারের প্রতি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতনের সাথে যারা জরিত তাদের গ্রেফতার এবং এসব ঘটনার প্রতিবাদ জানানো হয়।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • খোলা কলাম : মূর্তি ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধে'র শেষ পর্ব । । Bangarup Television
  • খোলা কলাম : মূর্তি ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধে'র শেষ পর্ব । । Bangarup Television
  • খোলা কলাম : মূর্তি ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধে'র ২য় পর্ব ।
  • খোলা কলাম : সব ধর্মের, সব জাতের পুরুষই নারীহত্যা করে এর শেষ পর্ব ।
Logo