লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর , ২০২২ , ১৮:৫৭ পিএম
রাশিয়ার অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল বলেছেন, ইউক্রেনের যুদ্ধে মৃত্যু হলে রুশ সেনাদের কোনো পাপ থাকবে না। রবিবার এক অনুষ্ঠানে চার্চপ্রধান এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা জানি ভয়ানক যুদ্ধের মাঠে অনেকে নিহত হচ্ছেন। যুদ্ধ যেন দ্রুত শেষ হয় চার্চ তার জন্য প্রার্থনা করছে উল্লেখ করে তিনি বলেন, ভ্রাতৃঘাতী এই যুদ্ধে কিছু ভাই সম্ভবত একে অপরকে হত্যা করবে।
এমন মন্তব্যের পাশাপাশি প্যাট্রিয়ার্ক কিরিল একই সময় বলেন, কর্তব্যের খাতিরে অনেকের যুদ্ধে দায়িত্ব পালন করতে হচ্ছে, চার্চ এটা অনুধাবন করছে।
তিনি বলেন, কোনো সেনা যদি কতর্ব্যের আহ্বানে সাড়া দিয়ে সত্য আকড়ে থাকে এবং তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। এটা করতে গিয়ে মৃত্যু হলে নিঃসন্দেহে তা হবে আত্মত্যাগের মতো সুমহান কাজ। তারা (রুশ সেনারা) অন্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করছেন। এমন আত্মত্যাগ সকল পাপ মুছে দেয়।