লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২০ সেপ্টেম্বর , ২০২২ , ১৮:৫৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘুমন্ত অবস্থায় অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী ঢাবির লেদার টেকনোলজির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দেশের বাড়ি যশোর জেলার কোতয়ালীর বালিয়াঘাট গ্রামে।
নিহতের রুমমেট সজিব মিত্র জানান, তারা ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকেন। অমিত রাতে অনেক দেরি করে ঘুমাতেন এবং দেরি করে ঘুম থেকে উঠতেন। গতরাতেও দেড়টা পর্যন্ত মোবাইলে ছিলেন তিনি (নিহত অমিত)। আজ সকাল সাড়ে ১০টার দিকে অমিতকে ডাকতে গেলে তার শরীর ঠাণ্ডা অনুভূত হয়। এরপর তাকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাইনি। পরে অন্যান্য রুমমেটের সহায়তায় অমিতকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথ হলের অধ্যাপক ড. মিহির লাল সাহা অমিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।