ঢাকা শুক্রবার , ৬ ডিসেম্বর , ২০২৪ ,  ৫ আষাঢ় ১৪২৯

ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর পোল্যান্ডে যুদ্ধবিমান পাঠাতে চাইল জার্মানি

বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৬ নভেম্বর , ২০২২ , ০৯:৪১ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর দেশটিতে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব দিয়েছে জার্মানি। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান থিলস বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, পোল্যান্ডের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা তাদের আকাশসীমায় যুদ্ধবিমানের টহল শক্তিশালী করতে চাই। এটা আগামীকাল থেকে হতে পারে বলেও জানান তিনি।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানগুলো জার্মানির বিমানঘাঁটি থেকে উঠবে। টহল শেষে ফের জার্মানিতে ফিরবে। সুতরাং এগুলোর জন্য পোল্যান্ডের আলাদা ঘাঁটির প্রয়োজন নেই। পোল্যান্ড সম্মত হলে তাদের সুনির্দিষ্ট আকাশসীমায় মহড়া চালানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। তবে  পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি। সম্ভবত ইউক্রেন থেকে ক্ষেপণাস্ত্র এসেছে। 


 

শফিকুজ্জামান খান মোস্তফা/এমবুইউ
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গরূপ সান্ধ্য সংবাদ || 30-11-22|| Bangarup Television
  • বঙ্গরূপ সান্ধ্য সংবাদ || 23-11-22||
  • বঙ্গরূপ সান্ধ্য সংবাদ || 17-11-22
  • বঙ্গরূপ সান্ধ্য সংবাদ || 16-11-22
Logo